জামালপুরের সরিষাবাড়ী, ইসলামপুর ও মাদারগঞ্জে আরো ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১১ হলো।
সোমবার ১৩ এপ্রিল বিকেলে সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আক্রান্তদের ১ জন শিশু, ১ জন হাসপাতালের কর্মী ও ১ জন অ্যাম্বুলেন্সচালক। তিনজনই মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আক্রান্ত ফার্মাসিস্টের সংস্পর্শে ছিলেন। তাদের জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেয়া হচ্ছে।
সিভিল সার্জন আরো জানান, সর্বশেষ ৪১ জনের নমুনা পরীক্ষা করে নতুন তিনজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। জেলায় এখন পর্যন্ত ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মেলান্দহ, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, বকশীগঞ্জে দুইজন করে এবং সরিষাবাড়ীতে একজন রয়েছেন।