জামালপুরের বকশীগঞ্জে ও দেওয়ানগঞ্জে আরো ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৭ জন হলো। এর আগে মেলান্দেহ, মাদারগঞ্জ ও বকশীগঞ্জে ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হন।
শনিবার ১১ এপ্রিল বিকেলে জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামালপুরে ২৮ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা শেষে ৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। নতুন আক্রান্ত তিনজনের দুইজনই নারী। আক্রান্তদের দ্রুত শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেয়া হবে।
সিভিল সার্জন জানান, বকশীগঞ্জের আক্রান্ত ব্যক্তি উপজেলা হাসপাতলের বার্বুচি। তিনি ওই উপজেলার প্রথম আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছিলেন। এছাড়া দেওয়ানগঞ্জের আক্রান্তরা নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতাব কুমার নন্দী জানান, উপজেলা হাসপাতালের নার্স ও প্রথম করোনা আক্রান্ত যুবকের শারীরিক অবস্থা উন্নতির দিকে।