দেশব্যাপী করোনাভাইরাস এর দূর্যোগময় মুহুর্তে ঈদ উপলক্ষে জামালপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য এবং সাবেক জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী অব্যহত রেখেছে। এরই ধারাবাহিকতায় অসহায় ও দুঃস্থদের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে ।
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে শনিবার ২৩ মে রাতে জামালপুরে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে সহস্রাধিক পরিবারের ঘরে ঘরে স্বেচ্ছাকর্মী দ্বারা ত্রান সামগ্রী ও ঈদ উপহার পৌঁছে দিয়েছেন।
খাদ্য সামগ্রী ও ঈদ উপহার প্রতি ব্যাগে ১ কেজি পোলাও চাল, ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ প্যাকেট দুধ, ১ প্যাকেট নুলুডস ছিল । আর এতে লেখা ছিল প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলতে।
সরেজমিনে দেখাগেছে যে, ঈদ সামগ্রী বিতরণ ছাড়াও রমজানের পুরো মাসে দুই শতাধিক মানুষকে ইফতার সামগ্রী দিয়ে আসছেন। এছাড়াও করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ২ হাজার ৫০০ পরিবারকে নগদ টাকা, ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, একটি সাবান বিতরণ করেছেন।
বিজন কুমার চন্দ ব্যক্ত করেন যে, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে খাদ্য সহায়তা ও আর্থিক অনুদান দিচ্ছি। যার কারণে দেশের কোন মানুষ এই জাতীয় দুর্যোগেও অভুক্ত নেই। আর অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করতে দরকার সতর্কতা ও সচেতনতা। আমিও করোনা ক্রান্তি থেকে শেখ হাসিনার একজন কর্মী হিসেবে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টাটুকু অব্যহত রেখেছি। এবং যে কোন দূর্যোগে অসহায় ও দুঃস্থদের পাশে থাকবো বলে আশাবাদ করেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন এবং ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন।