জামালপুরের গতকাল ৯ মে করোনায় শনাক্তকৃত মেলান্দহ উপজেলার যুবক ২৮ বয়সী যে ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছিল না! তাকে খোঁজে পাওয়া গেছে। তিনি নমুনা দেওয়ার সময় ভুল ঠিকানা ব্যবহার করেছিলেন। তার নাম সাইদুল ইসলাম( ২৮) গ্রাম- মলিকাডাঙ্গা, ইউনিয়ন- আদ্রা, উপজেলা- মেলান্দহ, জেলা- জামালপুর।
রোববার ১০ মে বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত ব্যাক্তিকে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মীর মাধ্যমে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে আইসোলেশনে চিকিৎসা গ্রহনের জন্য তার অভিভাবক সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কাউন্সিলিং করা হচ্ছে।
জামালপুর সিভিল সার্জনের কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা আনিছুর রহমান জানান, জামালপুরে ১০ মে ২০২০ রিপোর্টে কোন করোনা সনাক্ত হয় নাই। ১ম ব্যাচে- ০, ২য় ব্যাচে- ০ এবং ৩য় ব্যাচে- ০ । আজ ময়মনসিংহ ল্যাবে জামালপুরের মোট ১২ টি নমুনা (সদর ও সরিষাবাড়ী) পরীক্ষা হয়েছে।
জেলায় এ পর্যন্ত করোনা সনাক্ত ১০৭ জনের মধ্যে সদরে ৪২, ইসলামপুরে ২৩, মাদারগঞ্জে ১২, মেলান্দহে ১১, সরিষাবাড়ি ৮, দেওয়ানগঞ্জে ৬ ও বকশিগঞ্জে ৫ জন। সর্বমোট সুস্থ ৪৯ জন। মোট মৃত্যু হয়েছে ৩ জন। ইসলামপুরের ২ জন মৃত নারী ও দেওয়ানগঞ্জের ১ জন পুরুষ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।