করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জামালপুরের এক ব্যক্তি মারা গেছেন। জেলায় এটিই প্রথম মৃত্যু। তবে ওই ব্যক্তি ময়মনসিংহের একটি হাসপাতালে মারা যান।
সোমবার ২০ এপ্রিল রাতে বিষয়টি নিশ্চিত করেন জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান। মৃত ৪০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরভবসুর ঠোটাপাড়ায়।
সিভিল সার্জন ডা. আবু সাঈদ জানান, কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে জ্বর-সর্দি নিয়ে বাড়ি ফেরেন ওই ব্যক্তি। খবর পেয়ে ১৪ এপ্রিল তার নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। ১৫ এপ্রিল তার করোনা পজিটিভ আসে। পরে ওই রাতেই তাকে অ্যাম্বুলেন্সে ময়মনসিংহের এসকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে ওই ব্যক্তি মারা যান।
তিনি আরো জানান, মৃতের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা মরদেহ নিতে চাইলে আইইডিসিআর-এর নিয়মানুযায়ী নিজ বাড়িতেই দাফন করা হবে। নইলে ময়মনসিংহেই দাফনের ব্যবস্থা করা হবে।