জামালপুরে স্বামী-স্ত্রীসহ আরো ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫৩ জন হলো।
মঙ্গলবার ১৯ মে রাতে বিষয়টি নিশ্চিত করেন জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস। তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৩ জন মেলান্দহ উপজেলার, ৩ জন বকশিগঞ্জ উপজেলার ও ১ জন ইসলামপুরের বাসিন্দা।
মেলান্দহে তিনজনের মধ্যে গাজীপুর থেকে আসা একই টেক্সটাইল মিলের দুইজন শ্রমিক রয়েছেন। দুইজনের বয়স ২৫ থেকে ৩৬ বছর। অপরজন ঝাউগড়া ইউপির কাপাসহাটিয়া গ্রামের ৫৫ বছর বয়সের এক ব্যক্তি। তিনি করোনার উপসর্গ নিয়ে কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন।
বকশিগঞ্জে আক্রান্তদের মধ্যে বগারচর ইউপির ৫৬ বছর বয়সী স্বামী ও ৪৮ বয়সী স্ত্রী এবং নিলক্ষিয়া ইউপির ৫০ বছর বয়সী একজন রয়েছেন। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। ইসলামপুরে আক্রান্ত ৩০ বছরের যুবক ঢাকার একটি ওয়েল্ডিং কারখানার শ্রমিক। কয়েকদিন আগে তিনি বাড়িতে আসেন।