জুয়া ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান হিসেবে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) নেতৃত্বে আজ ৩ টার দিকে ৪ জন জুয়াড়িকে আটক করে।
সাব ইন্সপেক্টর মোঃসাফিউল ইসলাম সংগীয় ফোর্সসহ ডিবির একটি টিম জেলার সদর থানাধীন সাহার বাজার চকগয়েশপুর কমলের বাড়ীর উওর পাশ থেকে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন মো:তাজুল ইসলাম (৩৫), মোঃআঃ মতিন(৩০) ,শ্রী কমল চন্দ্র রায় (৩২) ও মোঃ সাইদার রহমান(২৫)।
বিজ্ঞ ভ্রাম্যমান আদালত প্রত্যেকের অর্থদন্ড প্রদান করেন।