ঝালকাঠি সদর উপজেলার একজন ইউপি সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৬এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার। এখন পর্যন্ত ঝালকাঠি জেলায় মোট ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
এর আগে গত শনিবার (১১এপ্রিল) জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্ত ৩ জন একই পরিবারের ছিলেন। নতুন করে আক্রান্ত ইউপি সদস্য আক্রান্তদের বাড়িতে যাতায়াত করতেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ঝালকাঠি সদর উপজেলায় ৪ জন আক্রান্ত হওয়ায় সদর উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এ নির্দেশনা কার্যকর হবে। বিকেল ৪টায় জেলা প্রশাসক মো. জোহর আলী এ ঘোষণা দেন।