প্রানঘাতি করোনা ভাইরাসের প্রভাবে ঝালকাঠিতে অঘোষিত লকডাউন চলছে। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ রয়েছে। সেলুন বন্ধ থাকায় চুল কাটাতে না পেরে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে স্থানীয় যুবকেরা। সেচ্ছায় মাথা ন্যাড়া হয়েছেন অনেকেই। শনিবার ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের সৈয়দকাঠি এলাকার শিশু ও কিশোরদের মাথা ন্যাড়া করা একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়।
এলাকাটিতে একই সাথে ২২ জন শিশু ও কিশোর মাথা ন্যাড়া করেছে। রিফান বিন আমিন নামের স্থানীয় এক যুবক জানায়, করোনা ভাইরাসের কারনে বাজার লকডাউন থাকায় আমরা চুল কাটাতে পারছিলাম না। চৈত্রের প্রচন্ড তাপদাহ থেকে একটু স্বস্তি পাওয়ার আশায় মাথা ন্যাড়া করেছি।
কল্যাণকাঠি, সুগন্ধিয়া, বিনয়কাঠি, মানপাশা সহ জেলার বিভিন্ন এলাকার শিশু ও কিশোর সহ নানা বয়সের মানুষের মাথা ন্যাড়া করার হিড়িক পড়েছে।
তাহলে ওরা একাসথে এতোগুলো কেনো এ বিষয়ে জোর দেওয়া হোক পুলিশকে।