ঝিকরগাছা উপজেলাধীন গঙ্গানন্দপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা দেখার কেউ নেই।
জানা যায় স্বাস্থ্য কেন্দ্রটি শার্শা, চৌগাছা, ঝিকরগাছা উপজেলার কোল ঘেঁষে ছুটিপুর বাজারে অবস্থিত হওয়ার কারনে প্রতিদিন শতাধিক রোগী এখান থেকে স্বাস্থ্য সেবা পেয়ে থাকে।
সরেজমিনে পরিদর্শন করতে গিয়ে জানা যায় স্বাস্থ্য কেন্দ্রটির নামে মুল দলিলে নির্ধারিত জমির পরিমান ৭৫ শতক কিন্তু দখলে আছে মাত্র ৫৫ শতক। বাকি জমির কোন হিসাব নাই। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন বাকি জমি বেদখল হয়ে গেছে।
স্বাস্থ্য কেন্দ্রের ভবনটি অনেক পুরান হওয়ায় ভবনের চালের টিন ছিদ্র হয়ে ঘরের ভিতর বৃষ্টির পানি ও সূর্যের আলো প্রবেশ করে।চিকিৎসার জন্য তেমন কোন যন্ত্রপাতি নেই। প্রতিষ্ঠানে ৫ জন কর্মচারি কর্মকর্তা থাকার কথা থাকলেও সেখানে আছে মাত্র ২ জন। দুই জনের মধ্যে যিনি নার্স তিনি পরিবেশ গত সমস্যা দেখিয়ে নিয়মিত আসে না।
প্রতিষ্ঠানটিতে থাকার কথা একজন এম.বি.বি.এস ডাক্তার, একজন সহকারী ডাক্তার, একজন নার্স, একজন ফার্মাসিস্ট, একজন অফিস সহকারী। কিন্তু পাঁচ জনের মধ্যে আছে মাত্র ২ জন। দুই জনের মধ্যে নার্স নিয়মিত আসে না।
এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাস্থ্য কেন্দ্রটির ব্যাপারে নজর দেওয়ার জন্য এলাকা বাসী অনুরোধ জানিয়েছেন।