যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে প্রচারাভিযান ও লিফলেট বিতরণ করা হয়।
জানা যায় আজ রোববার ৫ ই এপ্রিল বিকাল থেকে ঝিকরগাছা উপজেলার গদখালী, শিমুলিয়া ও নাভারন ইউনিয়নের বিভিন্ন হাটে-বাজারে চলমান করোনা ভাইরাস প্রতিরোধে এলাকাবাসীকে সচেতন করতে প্রচারাভিযান ও লিফলেট বিতরণ করা হয়।
উক্ত প্রচারাভিযান ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন, যশোর-২ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদেন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক,উপজেলা আওয়ামী সাংস্কৃতি ফোরামের সভাপতি ও গঙ্গানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, অত্র ইউনিয়নের এমপি প্রতিনিধি মোঃ আমিনুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ এহসানুল হাবিব শিপলু, সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমুখ।