যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় এক প্রতিবন্ধিকে মেরে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায় গত সোমবার খেলার মাঠের পাশে বেড়া (রেলিং) ঝাকানোকে কেন্দ্র করে অত্র উপজেলার বাঁকড়া ইউনিয়নের দিগদানা গ্রামের প্রতিবন্ধি আব্দুল গফফারকে অত্র গ্রামের জুয়েল (২০)নামের এক ছেলে মারপিট করতে থাকে।
এ সময় পাশে ক্রিকেট খেলার মাঠে ক্রিকেট খেলা অবস্থায় আরিফ(২৮)নামের এক যুবক ছুটে আসে এবং তার প্রতিবাদ জানায় যার ফলে আরিফ এবং জুয়েল এর মধ্যে কথা কাটাকাটি হয় এবংএক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়। এ সময় জুয়েল আরিফকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।
পরে সন্ধ্যায় দিকে আরিফ দিগদানা বাজারে গেলেজুয়েল অত্র গ্রামের মৃত করিম বক্সের ছেলে মোঃ জহিরুল ইসলাম জহির (৫০) (যে মশিয়ার মাডার মামলার ১ নং আসামী ), হোসেন আলী (৩৫), ইমান আলী (৪০) ,আমির আলী (৫৫) (উভয়ই পিতা) করিম গাজী, এদেরকে নিয়ে সংঘবদ্ধভাবেআরিফ কে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় পরে স্থানীয়রা তাকে বাঁকড়া বাজারে স্থানীয় একটি ডাক্তারের প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে আরিফের বাবা সাংবাদিকদের জানান ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে কিন্তু মামলা করার কারণে প্রতিপক্ষ তাদেরকে নানাভাবে হুমকি প্রদান করছে বলে উল্লেখ করেন। এ ব্যাপারে জুয়েলের পিতার কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদক এর সামনে কোনো কথা বলতে রাজি হননি।