ঝিকরগাছা উপজেলায় বিধবা ফাইমা বেগমের সরকার প্রদত্ত দূর্যোগ সহনীয় ঘরের উদ্বোধন করেন ৮৬, যশোর -২ চৌগাছা ঝিকরগাছা আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবঃ অধ্যাপক মোঃ নাসির উদ্দীন। মাননীয় সাংসদ আজ বৃহস্পতিবার বিকালে ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর মৃত হযরত আলীর স্ত্রী ফাইমা বেগমের বাড়ীতে গিয়ে দূর্যোগ সহনীয় ঘর তৈরির কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এবং মাননীয় প্রধান মন্ত্রীর জন্য দোয়া কামনা করেন।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা ডাক্তার নাসিব হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু, প্রভাষক তরিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী।