ঝিনাইগাতি স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স চালকের পর এবার করোনায় আক্রান্ত হলেন ওই হাসপাতালের স্টোরকিপার।
গত ৯ এপ্রিল ঝিনাইগাতি স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স চালকের কভিড-১৯ ধরা পরে।আক্রান্ত ব্যক্তির সংর্স্পশে আসা ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও অন্যান্য স্টাফদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবরেটারীতে পাঠানো হয়। অন্যদের শরীরে করোনার অস্তিত্ব না পাওয়া গেলেও, স্টোরকিপারের করোনা পজেটিভ ধরা পরে।
আক্রান্ত স্টোরকিপারের বাড়ি মালিঝিকান্দা ইউনিয়নের কাঁঠালতলী গ্রামে। এঘটনায় ঝিনাইগাতি স্বাস্থ্য কমপ্লেক্স ও আক্রন্তের বাড়িসহ ১৫ বাড়ি লকডাউন করা হয়েছে।এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬ জনে। সিভিল সার্জন ডাঃ আনওয়ারুর রউফ জানায় করোরা ভাইরাসে আক্রান্তদের সকলকে স্বাস্থ্য বিভাগের হালপাতালগুলোর আইসোলেশনে রাখা হয়েছে।
এদিকে জেলা হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন থাকা ২ নারীর দ্বিতীয় দফায় পরীক্ষায় করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে।
এক সপ্তাহ পর তৃতীয় দফায় আবার পরীক্ষা করা হবে যদিও তৃতীয় দফায়েও করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে তাহলে তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে।