ঝিনাইদহ জেলার সদর উপজেলার আরাপপুর পাসবতী গ্রামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ও চানপাড়া যুব সমাজের তরুণরা নিজ উদ্যোগে এক দরিদ্র কৃষক এর ধান কেটে দিয়েছে।
চানপাড়া যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থী নাইমুর রহমান দুর্জয়, সাইমুম সাঈদ মাসুম, রাফসান জানি ও মধু প্রমুখের সাহায্য দরিদ্র কৃষক জমির শেখ এর ১০ কাটা জমির ধান কেটে দেয়া হয়।
শিক্ষার্থীদের ভাষ্যমতে, বর্তমান করোনা দূর্যোগে শ্রমিকের অপ্রতুলতা ও মানবিক দিক বিবেচনা করে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দরিদ্র কৃষকের পাশে দাঁড়িয়েছি।
এই বিষয়ে সুবিধাভোগী কৃষক জমির শেখ জানান,আমি খুব খুশি যে আমার বিপদের সময় এলাকার তরুণরা আমার পাশে দাঁড়িয়েছে। তিনি এই মহতি কাজে যারা যুক্ত ছিলেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।