গাজীপুরের টঙ্গীতে মহিলালীগ নেত্রী (২৬) কে ধর্ষণের অভিযোগে দুজন কে গ্রেপ্তার করেছেন টঙ্গী পূর্ব থানার পুলিশ।
এ ঘটনায় গতকাল রাতে পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেন ঐ মহিলালীগ নেত্রী। বৃহঃপতিবার সকালে পুলিশ দুইজন কে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলেন বনমালা এলাকার আলী সরদারের ছেলে হোসেন সরদার (৩২) ও মোহাম্মাদ আলীর ছেলে মিঠু তালুকদার (৪০)।
মামলার সুত্রে জানা যায়, অভিযুক্ত আজগর আলীর সাথে মহিলালীগ নেত্রীর দির্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক থাকায় আজগর আলী ও তার সহযোগী পলাশ(৩০) সামিরুল হোসেন কে সাথে নিয়ে ঐ মহিলালীগ নেত্রীকে বুধবার বিকালে আজগরের ভাড়া বাড়িতে ধর্ষন করে পালিয়ে যায়।
রাতে ভুক্তভোগী ঐ মহিলালীগ নেত্রী থানায় ধর্ষনের লিখিত অভিযোগ করলে, পুলিশ অভিযুক্ত দুজন কে আটক করেন।
তবে এ ঘটানায় মিথ্যা মামলা করেছেন বলে দাবী করেন একাধিক অভিযুক্তের পরিবার।
টঙ্গী পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহিদুল ইসলাম বলেন গতকাল রাতে,ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে।
অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়েছে। বাকিদের কে গ্রেপ্তারেরর চেষ্টা চলছে।