গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফাঁসিতলা বাজারে ট্যাংক লরির ধাক্কায় একজন কাঠ ব্যবসায়ী নিহন হন।
ঢাকা দিনাজপুর মহাসড়কে সকাল ৭ টার দিকে বগুড়া থেকে ছেড়ে আসা একটি নম্বরবিহীন ট্যাংক লরির ধাক্কায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম তোজাম্মেল হোসেন (৬৫)। তিনি স্থানীয় কাঠ ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, তোজাম্মেল স্থানীয় হোটেল থেকে নাস্তা করে বেরিয়ে তিনি পাশের পানের দোকানে পান কিনতে যাচ্ছিলেন। তখন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস তোজাম্মেলকে মৃত অবস্থায় উদ্ধার করে।