সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় মহিলা সংস্থা আয়োজিত “তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)” কর্তৃক বাস্তবায়িত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো.সফির উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বীনা রানী তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল,ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুণাসিন্ধু তালকদার,উপজেলা কৃষি অফিসার মো.আজিজুল হক,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রকল্পের সুবিধাভোগী মহিলা সদস্যগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার লোকজন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন সরকার তথ্যপ্রযু্ক্তি আমাদের হাতের নাগালে এনে দিয়েছে যা একসময় আমাদের চিন্তারও বাইরে ছিল। সরকার দেশের উন্নয়নের জন্য মহিলাদের ক্ষমতায়নে সার্বিক সহযোগিতা করছে তথ্য আপা তার একটি উদাহরন।
তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আপনাদের জীবন মান উন্নয়ন সম্ভব তাই একাজে নিজ নিজ অবস্থানে থেকে সকলকে সার্বিক সহযোগিতা করতে হবে এবং প্রযুক্তির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে যেন এর অপব্যবহার না হয়।