রংপুরের তারাগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার ( ২০ এপ্রিল) দুপুরে তারাগঞ্জ বাজারে আল মদিনা ট্রেডার্সের ২০ হাজার টাকা , আলিফ ট্রেডার্সের ১০ হাজার টাকা, খান কসমেটিকসের ২ হাজার টাকা, চৌধুরী সাজ ঘরের ৫শ টাকা ও মটর সাইকেলে তিন জন উঠানোর দায়ে ৫শ টাকা সহ মোট ৩৩ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম জানান, করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে অর্থদন্ড করা হয়। এ অভিযান চলমান থাকবে।
লকডাউন না মানলে প্রশাসনকে আরো ও কঠোর হতে হবে