বরগুনার তালতলীতে নতুন ইউএনও মো. আসাদুজ্জামনের সাথে তালতলী সাংবাদিক ইউনিয়নের সদস্যদের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার সময় তার কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার(২৩ এপ্রিল) বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামনের সাথে সম্ভাবনায় তালতলীর উন্নয়নের বিষয়ে এবং সাংবাদিকরা হল সমাজের দর্পণ বিভিন্ন তথ্য দিয়ে সহযোগীতা চেয়ে আলোচনা করে ইউনিয়নের সদ্যসরা।পরে সাংবাদিক ইউনিয়ন
এ”র কার্যনির্বাহী-২০২০ এর কমিটি তালিকা তুলে দেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক নয়াদিগন্ত পত্রিকার তালতলী প্রতিনিধি মো.ইউসুফ আলী এবং সেক্রেটারী দৈনিক বরিশালের কাগজ পত্রিকার তালতলী প্রতিনিধি মো.জিয়াউল হক জোবায়ের।
এ সময় উপস্থিত ছিলেন,সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দৈনিক কীর্তনখোলা পত্রিকার তালতলী প্রতিনিধি মো.কামাল হোসেন,যুগ্ন-সাধারন সম্পাদক দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার বরগুনা প্রতিনিধি মো.মিজানুর রহমান নাদিম, অর্থ-সম্পাদক
দৈনিক বরিশাল সময় পত্রিকার তালতলী প্রতিনিধি মো.সাইদুর রহমান প্রমুখ।