বরগুনার তালতলী থানা পুলিশের কাছে মাদক সেবন, ব্যবসা ছেড়ে আত্মসমর্পণ করে আলোর পথে আসা ৩০ জন বেকার যুবককে ৭দিনের খাদ্য সামগ্রী দিলেন ওসি।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল)সকাল ১০টার দিকে তালতলী থানার সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতারন করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া বলেন পুলিশের কাছে বিভিন্ন সময়ে আত্মসমর্পণ করা ৩০ বেকার যুবকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ৭ দিনে খাদ্য সামগ্রী হিসেবে দশ কেজি চাল, দুই কেজি আলু,এক কেজি ডাল,দুই কেজি পিয়াজ ও একটি করে সাবান বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন আত্মসমর্পণ করে পুনরায় মাদকের জগতে ফিরে গেছে তাদের বিরুদ্ধেও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আমরা চাই না কারোর বিরুদ্ধে মামলা হোক, আর সেই মামলা চালাতে গিয়ে বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়ুক। চাইলে তারাও আত্মসমর্পণ করে আলোর পথে ফিরে আসুক। এতে অন্যদের মতো তারাও ভালো থাকবেন। মাহামারী করোনা ভাইরাসের কারনে বেকার হয়ে পড়ছি। আর এই সংঙ্কটের সময় আমাদের মাঝে ওসির ৭দিনে খাদ্য সামগ্রী পেয়ে খুশি সবাই।