বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে দুইশত ষাট জনকে মানবিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম মিঞা।
জানাগেছে, সোমবার উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মহীন হতদরিদ্র ও লকডাউন মেনে চলা দুইশত ষাট পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া মানবিক সহায়তার দশ কেজি করে চাল বিতরণ করেন উপজেলা প্রশাসন।
এ সময় অন্যান্যদের মধ্যে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসান, ওসি মোঃ কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম ও ইউপি চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন আকন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম মিঞা বলেন, উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনায় ক্ষুদ্র ব্যবসায়ী, কর্মহীন, হতদরিদ্র ও লকডাউন মেনে চলা দুইশত ষাট পরিবারের মাঝে মানবিক সহায়তা জনপ্রতি দশ কেজি চাল বিতরণ করা হয়েছে।