বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর মিঠা পানির জলাভূমি, দেশের দ্বিতীয় রামসার সাইট এবং ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ নামে খ্যাত টাংগুয়ার হাওর, উপজেলা সীমান্তের বারেক টিলা, ভ্রমণ পিপাসুদের হৃদয় ছুঁয়ে যাওয়া যাদুকাটা নদী, সীমন্তবর্তী শহীদ সিরাজ লেক( নীলাদ্রি লেক) ও এশিয়া মহাদেশের সর্ববৃহৎ শিমুল বাগানে ভ্রমণ পিপাসু পর্যটকদের উপর করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় নিষেধাজ্ঞা জারি করেন উপজেলা প্রশাসন।
আজ ১৮ই মার্চ বুধবার বিকাল ৫টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ পুরো জেলা জুড়ে অবস্থিত সকল পর্যটন স্পটগুলোতে দেশের বিভিন্ন স্থান হতে আসা পর্যটকদের প্রবেশ নিষেধ করলে তাহিরপুর উপজেলা নির্বাহীর কর্মকর্তা বিজেন ব্যানর্জী উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহীর কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন, করোনা ভাইরাস সম্পর্কে বিশেষ সচেতনতা ও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় উপজেলার সকল পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটক প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইতোমধ্যেই তাহিরপুরের হযরত শাহ আরেফিন (রহ.) ওরস ও হিন্দু ধর্মাবলম্বীদের পণতীর্থ স্নান উপলক্ষে বারুণী মেলা বন্ধ ঘোষণা করে পর্যটকদের সচেতন করা হয়েছে।
তিনি আরো বলেন, পর্যটন স্পটগুলোতে যেন ২৫ জনের বেশি একত্রে জমায়েত না হয় সে ব্যাপারে বিশেষ নজরদারি করা হবে।
তাহিরপুরের সকল দর্শনীয় স্থানগুলো ভ্রমণে দর্শনার্থীদের নিরুৎসাহিত করার পাশাপাশি উপজেলার সর্বস্তরের জনসাধারণকে করোনা ভাইরাস প্রতিরোধে জন্য প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।