তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের পানিতে ভাসমান অবস্থায় নাম এক পরিচয়হীন এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তাহিরপুর উপজেলার থানা পুলিশ সদস্যরা সেই লাশ উদ্ধার করে বলে জানা যায়।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি আনন্দনগর গ্রামবাসী ও সদস্য সিরাজুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ভারতের মেঘালয় পাহাড়ের ছড়া দিয়ে পানির ঢল নামে।
ওই পাহাড়ী ঢলের স্রোতে (২৫ মে সোমবার) সকাল ১১টার দিকে মাটিয়ান হাওরের উত্তর পাশ থেকে একটি লাশ (ওই যুবকের লাশ) ভেসে এসে মাটিয়ান হাওরের পাশে আনন্দনগর গ্রামের কান্দার পাড়ে এসে পৌঁছায়।সেখান থেকে লাশ উদ্ধার করা হয়।
পরে গ্রামবাসী তাহিরপুর থানা পুলিশকে জানালে দুপুর ১টায় পরিচয় ও নাম ঠিকানা বিহীন ওই যুবকের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।গ্রাম বাসীরা আরো জানান, যুবকের গায়ে একটি লাল গেঞ্জি পড়া ছিল।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে উদ্ধারকৃত লাশের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।লাশের পরিচয় পাওয়ার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানায়।