আজ দুপুর ১২টার সময় শিবপুর এতিমখানা মাঠে হতদরিদ্র কর্মহীন খেটে খাওয়া মানুষের মাঝে নিজ উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী উপহার দিলেন তিতাস উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মোসলেম উদ্দিন।
তিতাস হোমনার গণমানুষের নেতা সেলিমা আহমাদ মেরী এমপি মহোদয়ের নির্দেশে ও তিতাসে উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের পরামর্শে খাদ্য সামগ্রী বিতরণ করলেন।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে সারা পৃথিবীর ন্যায় আমাদের বাংলাদেশে ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলার চেয়ারম্যান মোঃ পারভেজ সরকার, তিনি বলেন দেশের এই ক্রান্তিলগ্নে আপনারা ঘরে থাকুন নিরাপদে থাকুন অজতায় বাইরে ঘোরাফেরা করবেন না আপনাদের যেকোনো সমস্যা আমাদেরকে বলুন আমরা আছি আপনাদের পাশে সবসময়।
উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান ফজলু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আজাহার খান, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সরকার প্রমূখ ।