আজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় তিতাস উপজেলা পরিষদ মাঠে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর অর্থায়নে ১৪ হাজার পরিবারকে ঈফতার ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এমপি মেরী বলেন, আমাদের ইচ্ছে ছিল মানুষের পাশে দাঁড়ানো, স্বল্প পরিসরে হলেও আমরা দাঁড়াতে পেরেছি। আপনারা যারা বিত্তশালী আছেন, আপনারাও অসহায় দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ান।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তার,তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃশওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রমূখ।