পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ইউপি মেম্বার লিপি বেগম ত্রানের চালসহ আটক করা হয়েছে।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ০১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে ১৫ এপ্রিল বুধবার বিকাল ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তার বাসা থেকে ০৪ বস্তা ত্রাণের চাল, ০১ বস্তা ভিজিডির চাল এবং ০৩টি খালি বস্তা উদ্ধার করা হয় এবং মেম্বার লিপি বেগমকে হাতেনাতে আটক করা হয়।
বাউফল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃআনিছুর রহমান বালী বলেন, তিনি বাড়ি থেকে ত্রানের চাল বিক্রি করতো। ত্রাণের চাল অবৈধভাবে নিজ বাড়িতে রাখার দায়ে অভিযুক্তকে মোবাইল কোর্ট এর মাধ্যমে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।