দেশের সঙ্কটকালীন সময়ে সরকারের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মানবসেবামূলক সংগঠন গুলো। উদ্দেশ্যে, করোনা বিরুদ্ধে লড়াই।
এদিকে বসে নেই সংগঠনগুলোর সেচ্ছাসেবীরা, সাধ্য মতো সহযোগিতা করে চলেছেন প্রতিদিনি।
জাতীর ক্লান্তিলগ্নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখযোগ্য অনলাইন সেচ্ছাসেবী সংগঠন গুলো,বিদ্যানন্দ ফাউন্ডেশন, তারুণ্যের বাংলাদেশ,আমরা রক্তসন্ধানী, ব্লাড ব্যাংক,Youth challenge 21,নরসিংদী জেলা কওমী ব্লাড ডোনার পরিষদ,ব্লাড ডোনেশন বাংলাদেশ, Noakhali Blood Hunter, CTG BLOOD BANK,Holiday Mission Bangladesh, ২ টাকার খাবার ময়মনসিংহ, স্বপ্ন সমাজ কল্যান ফাউন্ডেশন, বৃহত্তর কুমিল্লা ব্লাড ব্যাংক, সম্মলিত সামাজিক সংগঠন ফ্রম বাংলাদেশ, ও বিভিন্ন অনলাইন সংগঠন।