ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ প্রাঙ্গনে ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
করোনা আতঙ্কে মানুষ প্রায় গৃহবন্দি হয়ে পড়েছে, সেই আতঙ্ক এখন ত্রিশালেও। করোনাভাইরাসের আতঙ্কে বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বন্ধ হয়ে গেছে খেটে খাওয়া মানুষের রোজগার। সেই মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)।
এরই ধারবাহিকতায় ত্রিশাল উপজেলার শাখার উদ্যোগে শনিবার (২৫ এপ্রিল) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর সহযোগীতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।