মুজিব বর্ষ উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। আজকের দ্বিতীয় খেলায় আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ কে ১৭ রানে পরাজিত করে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।
জানা যায়, বৃষ্টির কারণে ২০ ওভারের পরিবর্তে খেলা ১০ ওভারে সীমাবদ্ধ করা হয়। টসে জিতে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৬৭ রান করে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ। ৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নামে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ। শুরুতেই চাপের মধ্যে রাখে দাওয়াহ বিভাগের বোলাররা। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ৫০ রান করে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ। বুলবুল দুই ওভারে ৮ রানে ৫ উইকেট তুলে নেন।
আরো জানা যায়, উক্ত খেলায় উপস্থিত ছিলেন দাওয়াহ বিভাগের শিক্ষক প্রফেসর ড. কামরুজ্জামান, ছাত্রলীগ নেতা শাহজালাল আহমেদ সোহাগ, প্রাক্তন ছাত্র কামরুল ইসলাম সহ দাওয়াহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।