করোনা মহামারীতে স্থবির হয়ে পরেছে বিশ্ব। প্রায় অচল হয়ে গেছে মানুষের স্বাভাবিক কর্মকান্ড। এর মাঝেই এসেছে মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
করোনার দুর্যোগে পারিপার্শ্বিক কারনে আমরা হয়তো এই আয়োজনের গভীরতা থেকে অনেকটা দূরেই রয়ে যাবো।
কিন্তু থেমে থাকেনা কিছুই, এহেনু পরিস্থিতিতে নানাবিধ সচেতনতা সহ ‘ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ’ সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে নিজেদের স্বাক্ষর রেখে চলেছে।
সারা বিশ্বের মানুষের কল্যাণ কামনায় রয়েছে ঈদের সরব বার্তা। প্রতি বছর ঈদ আসে জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে ৷ তাই এ ঈদ সকল কালিমা আর কুলষতা কে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসে ও প্রীতির বন্ধনে আবদ্ধ করুক।
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আমাদের মুসলিম উম্মার মাঝে পবিত্র ঈদুল ফিতর সমাগত। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে ও ঈদুল ফিতরের শুভেচ্ছান্তে ‘ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ’
শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ বিনির্মাণে পবিত্র ঈদুল ফিতর সকলের চিন্তা ও কর্মে ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করুক ।