দৌলতদিয়ায় ঘন কুয়াশার কারনে নয় ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকার পর বেলা সোয়া ১১
টায় চালু হয়েছে ফেরিচলাচল । ফেরী বন্ধ থাকার কারনে ভোগান্তির শিকার হয়েছে পারের অপেক্ষায় থাকা যাত্রী ও কাচামাল বহন কারী ট্রাক।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে নদী
পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে প্রাইভেটকার, মাইক্রোবাস, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের
শত শত যানবাহন।
এর আগে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়ে শত শত যানবাহন। এতে সিরিয়ালে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও
চালকরা।
বি আই ডব্লিউ টিসি” র সহকারি পরিচালক জিল্লুর রহমান জানান, রাত ২ টা ২০ মিনিটের সময় কুয়াশার
ঘনত্ব বেড়ে যাওয়ার কারনে ফেরী বন্ধ রাখা হয় পরে সোয়া ১১ টার দিকে ফেরী চালু করা হয়েছে। এখন
পর্যন্ত ছোট বড় মোট ১৬ টি ফেরী চলাচল করছে।