ঘন কুয়াশার কারনে ৫ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল শুরু হয়েছে।
বুধবার (২৬শে ফেব্রুয়ারি) ভোর রাত ৪টার সময় গুড়ি গুড়ি সামায় বৃষ্টির পর কুয়াশার ঘনত্ব বেড়ে ফেরির মার্কিং লাইটের আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।
ফলে পাড়ের অপেক্ষায় ছিলো বাস ট্রাক সহ শত শত যানবাহন। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে কয়েকশত যাত্রীবাহী বাসের সিরিয়াল রয়েছে।
কয়েকশত ট্রাকও রয়েছে ফেরী পাড়ের অপেক্ষায়। তবে ঘাট কর্তৃপক্ষের দাবী যেহেতু ফেরী চলাচল শুরু হয়েছে সেহেতু দ্রুতই যানবাহনের সিরিয়াল কমে যাবে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ আবু আব্দুল্লাহ রনি জানান, “ ঘন কুয়াশার কারণে বুধবার ভোর ৪ টার পর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। যে কারণে যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে। বর্তমানে এরুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে”।