সারাদেশে করোনা পরিস্থিতি বাড়ছে হু হু করে। কেন্দ্রিয় নির্দেশনা অনুযায়ী রাজবাড়ী জেলাতে চলছে অনির্দিষ্ট কালের জন্য লক ডাউন। জেলার বাইরে কারো না যাওয়া ও অন্য জেলা থেকে কারো এ জেলাতে না আসার ক্ষেত্রে রয়েছে নির্দেশনা । আইন না মানলে ব্যাবস্থা নেওয়ার কথা বলা হয়েছে জেলা প্রশাসনের গনবিজ্ঞপ্তির ঐ নির্দেশনায়।
কিন্তু এ নির্দেশনা অমান্য করে দৌলতদিয়া-পাটুরিয়া ২১ জেলার প্রবেশদ্বার নৌ রুটে ক্রমাগত বাড়ছে মানুষের চাপ ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহু রনি জানান, পণ্যবাহী ট্রাক নদী পারাপারের জন্য সীমিত আকারে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। হটাত করে গারমেন্টস-কারখানা খুলে দেওয়ায় মানুষের চাপ বেড়েছে বলে জানিয়েছেন তিনি। ছোট বড় মিলে মোট ৫টি ফেরি চলাচল করছে বলেও তিনি জানান।
অন্যদিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার মোট ৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে শঙ্কায় রয়েছে কর্মরত লোকজন।
ঢাকার উদ্দেশ্যে যাওয়া যাত্রীদের সাথে কথা বলে জানাগেছে, তারা জরুরি ভিত্তিতে গার্মেন্টস-কারখানায় যোগ দেওয়ার জন্যই যাচ্ছে। অনেকেই বলেছে চাকরি বাচাতে জীবনের ঝুকি নিয়েই আমাদের ঢাকায় যেতে হচ্ছে।