নওগাঁর ধামইরহাটে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৫ মার্চ বেলা ১১ টায় উপজেলার প্রশাসনের সামনে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।
নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্য বিবাহের কুফলসহ মহিয়সী নারী বেগম রোকেয়ার উদ্ধৃতি দিয়ে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল।
‘প্রজন্ম হোক সমতার-সকল নারীর অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, সমাজসেবা অফিসার সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ই¯্রাফিল হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবার রহমান, মহিলা বিষয়ত কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, ট্রেড ইন্সট্রাক্টর আলতাব হোসেন, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীবৃন্দ।