নওগাঁর রাণীনগরে উপজেলা শিল্পকলা একাডেমীর অসচ্ছল সাংস্কৃতিক শিল্পী, কলাকুশলী ও প্রশিক্ষকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমীতে এই খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মোঃ আল মামুন এঁর সার্বিক নির্দেশেনায় সরকারি ত্রাণ ভাণ্ডার থেকে উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকতা অাষিশ কুমার ঘোষ উপস্থিত থেকে এই খাদ্যসামগ্রী বিরতন করেন।
তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতির শুরু থেকে শিল্পকলা একাডেমীর অসচ্ছল প্রশিক্ষক, শিল্পী, কলাকুশলীদের আমরা বিভিন্ন ভাবে সহযোগীতার চেষ্টা করে যাচ্ছি।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, রাণীনগর উপজেলা শিল্পকলা একাডেমী সাংস্কৃতিক কর্মকান্ডে বেশ সমৃদ্ধ। করোনার কলডাউনে এই প্রতিষ্ঠানের শিল্পী কলাকুশলীরা যেন কষ্টে না থাকে আমরা শুরু থেকেই সেদিকটায় নজর রেখেছি এবং তাদের সহযোগীতা করছি। এছাড়াও স্থাণীয় সাংসদ মহোদয়ের নির্দেশে আমরা তিন জন অসচ্ছল প্রশিক্ষক/কলাকুশলীকে সরকারী ভাবে বাড়ি নির্মাণ করে দিচ্ছি।
খাদ্যসামগ্রী বিতরণে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মেহেদী হাসান, রহিদুল ইসলাম রাইপ প্রমুখ।