“সাবান পানিতে দুই হাত, করোনা মুক্ত দিনারাত” স্লোগানে করোনা ভাইরাস প্রতিরোধে নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হ্যান্ড ওয়াশিং বেসিনের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে জরুরি বিভাগের সামনে স্থাপনকৃত এই বেসিনের উদ্বোধন করা হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাণীনগর, নওগাঁর বাস্তবায়নে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগের সামনে ২য় বরাদ্দের এই হ্যান্ড ওয়াশিং বেসিন স্থাপন করা হলো।
বৈরী আবহাওয়ার মধ্যে ও উদ্বোধনীতে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইফতেখার অংকুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলের উপ-সহকারী প্রকৌশলী ইকরামুল বারী এবং অন্যন্য কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ।