নওগাঁর মান্দায় আম্পান ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০ টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আব্দুস সামাদ বেগ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার উপজেলার গনেশপুর ইউনিয়নের উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের খোঁজ খবর নেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মান্দা উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মির্জা মাহবুব বাচ্চু। এ সময় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মধ্যে ফাউন্ডেশনের পক্ষথেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মির্জা মাহবুব বাচ্চু বলেন, আম্পান ঝড়ে উপজেলার গনেশপুর ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। আমি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের খোঁজ খবর নিচ্ছি, সাধ্যমত তাদের খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি এবং সেই সাথে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে এই ক্ষতিগ্রস্তদের সহযোগীতার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন গনেশপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জালাল উদ্দীন মন্ডল, আবুবক্কর, শ্রী হরেন, উত্তরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা বিপুল, বিমান, প্রমুখ।