নওগাঁর পোরশা সীমান্তে কোটি টাকা মূল্যের বিলুপ্ত প্রজাতির প্রাণী তক্ষক উদ্ধার করেছে বিজিবি।
নওগাঁর পোরশা সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ ১৬ বিজিবির সদস্যরা ভারতে পাচারের সময় কোটি টাকা মূল্যের একটি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করেছে। রাতে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবি নীতপুর বিওপির টহল দল সীমান্তের ২১৯/১১ আর নং পিলার হতে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পারঘাট নামক স্থানে টিকটিকি জাতীয় বিলুপ্তপ্রায় প্রাণী ‘তক্ষক’সহ রেজওয়ান ও নূরনবী নামে ২ যুবককে আটক করে।
আটককৃত রেজওয়ান সাপাহার উপজেলার কলমুডাঙা গ্রামের রুস্তম আলীর ছেলে এবং নুরনবী খঞ্জনপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩৪ (খ) ধারায় তাদের ১২ হাজার টাকার অর্থ দন্ডাদেশ দেয়া হয়। উদ্ধার হওয়া তক্ষক সাড়ে ৭ ইঞ্চি লম্বা ও ওজন ৪০ গ্রাম। সন্ধ্যায় প্রাণীটি পোরশা উপজেলার গানইর রিজার্ভ ফরেষ্টে অবমুক্ত করা হয়।