করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হওয়া অসহায় দরিদ্রদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি।
করোনার প্রকোপে খাদ্য অভাবে অনেকে দিন কাটাচ্ছে নন্দীগ্রামের কর্মহীন অসহায় মানুষ। তাদের খাদ্য সহায়তায় এগিয়ে আসেন তিনি।
শনিবার সন্ধ্যায় তাঁর নিজস্ব অর্থায়নে নন্দীগ্রাম পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৬০০ জন পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেনসহ দলীয় নেতাকর্মীরা তাকে সহযোগীতা করেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা বলেন, কর্মহীন দরিদ্র ব্যক্তিদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এতে করে প্রকৃত অসহায়-কর্মহীন পরিবার সহায়তা পাচ্ছেন। এতে করে করোনার ঝুঁকি নিয়ে খাদ্য সামগ্রী নিতে আসতে হচ্ছে না। সবাই ঘরে বসে সহায়তা পাচ্ছে।