বগুড়ার নন্দীগ্রামে ১২ বছরের কিশোরী করোনায় আক্রান্তর নমুনা টেস্ট করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা।
কিশোরীর নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে আজ । ওই কিশোরীকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হয়েছে।
৬ ই মে সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, গত ২৮ শে এপ্রিল নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেই নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে।
এর আগে ২২ শে এপ্রিল রাতে কিশোরীর নমুনা রিপোর্টে করোনাভাইরাস পাওয়া যায়। এই ঘটনাটি জানার পরেই রাতে আক্রান্ত ব্যক্তির পরিবারসহ আশপাশের ৪টি বাড়ি লকডাউন ঘোষণা করে প্রশাসন।
আজ লকডাউন খুলে দেয় ৪ টি বাড়ির এগারো জন মানুষকে। করোনা অাক্রান্ত কিশোরীর ফলাফল নেগেটিভ আশায় চারটি বাড়ি লকডাউন খুলে দেওয়া হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল।