খাদ্যবান্ধব কর্মসূচীর চাল সহ বিভিন্ন কার্ডে অনিয়মের অভিযোগ এনে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্নু মিয়ার বিরুদ্ধে ঝাড়– মিছিল, বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার পাড়াগ্রাম বাজারে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করে এলাকাবাসী।
এলাকাবাসীর দাবী মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশের গরীব,মধ্যবিত্তদের মধ্যে যে ত্রান সামগ্রী পৌঁছে দেওয়ার কথা সেগুলো আত্মসাৎ করে পান্নু মিয়া।করোনা মহামারীর শুরু থেকে সচেতনতা কর্মসূচি কিংবা নূন্যতম কোন সাহায্য তাদের মাঝে দেওয়া হয় নি।যার ফলে এলাকার নিম্ন-আয়মুখী জনগণ এর তীব্র নিন্দা জানিয়ে ঝাড়ু নিয়ে রাস্তায় নেমে পড়ে।
আমরা ভুক্তভোগী কয়েকজন এলাকাবাসীর সাথে কথা বলি।তাদের সকলের সমবেত হওয়ায় করোনা ঝুঁকি নিয়ে এক প্রশ্নের উত্তরে জানায়,আমরা প্রায় দেড় মাস যাবত গৃহবন্দী।এমতাবস্থায়, যদি কোন সাহায্য-সহযোগিতা পেটের দায়ে হলেও আমাদের আর সামাজিক দূরত্ব মানা সম্ভব নয়।
যাইহোক, দেশের এই ক্রান্তিকালে যা কিনা মোটেই সুখকোর নয়।দ্রুতই কোন সাড়া না পেলে অবস্থা আরো বেগতিক হবে বলে ধারণা পোষণ করা হচ্ছে।