পিরোজপুর জেলা, নাজিরপুর উপজেলার ৪নং দীর্ঘা ইউনিয়নের ,দীর্ঘা আখড়াবাড়ি,অনিরুদ্ধ মিস্ত্রি, দীর্ঘা এম এল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।,কৃষি সম্প্রসারন অধিদপ্তর নাজিরপুর, পিরোজপুর, ম্যাধমে ধান কাটার মেশিন এনেছে।
করোনাভাইরাসের প্রভাবে চারিদিকে যখন শ্রমিক সংকটে চলমান বোরো ধান কাটা নিয়ে দুঃচিন্তায় আছেন কৃষকেরা। ঠিক সেই মুহূর্তে নিজ উদ্যোগে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের ম্যাধমে ধান কাটার যন্ত্র নিয়ে এলো।ধান কাটার শ্রমিক সংকটের এই দুর্দিনে এমন প্রাপ্তিতে কৃষকদের মাঝে বইছে আনন্দের বন্যা মুখে ফুটেছে আনন্দের হাসি ।
শিক্ষক অনুরুদ্ধ মিস্ত্রি বলেছেন করোনা মহামারির এই সময়ে খাদ্য সংকট মোকাবেলায় শ্রমিকের অভাবে সঠিক সময়ে ধান কাটতে না পারলে কৃষক ও দেশের একটি বড় ক্ষতি হয়ে যাবে এর কারণেই তিনি সংক্ষিপ্ত সময়ের মধ্যে
নিজ উদ্যোগে কৃষি মন্ত্রনালয়ের মাধ্যমে ধান কাটা মেশিন এনেছেন। এবং কৃষকদের দ্রুত ধান কাটার ব্যবস্থা করেছেন।
এই মেশিন ১ ঘন্টা ৩০ মিনিটে ১ একর জমির ধান কাটতে সক্ষম,এভাবে সারাদিন কাজ করলে দিনে ৮ একর জমির ধান কাটা সম্ভব। স্বল্প খরচে এই মেশিন কৃষকদের ধান কাটার সময় বাঁচাবে, কষ্ট কমাবে।
সর্বোপরি প্রয়োজনের সময় কৃষকেরা হাতের কাছেই পাবে এই আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির সফল ধান কাটার মেশিন ।