পিরোজপুর জেলা নাজিরপুরে দুস্থ পরিবারের শিশুদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেন ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান
গতোকাল বুধবার দুপুরে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ওই ইউনিয়নের ৬০টি দুস্থ পরিবারের শিশুদের জন্য এ খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমান।
করোনা ভাইরাসের কারণে কর্মহীন এবং অসহায় পরিবারের শিশুদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
শিশুদের জন্য এ খাদ্য সামগ্রী বিতরণ করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. ইস্রাফিল, ইউপি চেয়ারম্যান হাসনাত ডালিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান , পর্যায় ক্রমে উপজেলার ৯টি ইউনিয়নে ৬ শ’ ৫০ টি দুস্থ পরিবারের শিশুদের জন্য এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।