শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ছাত্রলীগের কর্মীরা আজ সকালে প্রান্তিক অসহায় দারিদ্র্য গরীব দুই কৃষক নজরুলের ৫০শতাংশ ও সামসুদ্দিনের ২৫শতাংশ ধান কেটে দিলেন।
উল্লেখ্য,করোনা মহামারি কারনে দেশে শ্রমিক সংকট ও গরীব অসহায় দারিদ্র্য প্রান্তিক কৃষকদের ধান কেটে দেওয়ার জন্য দেশে অনেক সেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসেন।
ঠিক তেমনি শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা এর উদ্যোগে ও ঘোষণায়-ধান কাটার শুরু থেকেই নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগের ধানকাটা কর্মসূচির প্রধান সমন্নয়ক করে দেন, নালিতাবাড়ীর ছাত্রলীগের নেতা রাজিব মালিক ও ছাত্র নেতা মুখ্য সম্বনয়ক মুনতাজ সারোয়ার এর দিক নির্দেশনায় ধারাবাহিক ধান কাটা কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিয়ত ধান কেটে দিয়ে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।
আজ গারো পাহাড়ের শেষ সীমান্তে নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগের সিনিয়র ছাত্রনেতা গোলাম মাওলার নেতৃত্বতে পোঁড়াগাও ইউনিয়নের সমশ্চূড়া গ্রামে হতদরিদ্র দুইজন প্রান্তিক কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌছে দেন তারা।এই ধান কাটা সময় এক ছাত্রলীগ কর্মীর হাতের আংগুল কেটে যায়।হাতের আংগুল কাটা নিয়েও ধান কেটে যান অবিরত ছাত্রলীগের নেতা গোলাম মাওলা।এই ধান কাটার সময় অংশ নেয় ছাত্রলীগের কর্মী গোলাম মাওলা,মিজানুর রহমান,আতিক হাসান,রিদয় হাসান,রাজু মিয়া,হাফিজুর রহমান,সুমন ও আরও অনেকেই।ধান কাটা নিয়ে ছাত্রলীগের সবাই প্রান্তিক কৃষকদের সহায়তা করার আত্ত্বতৃপ্তি প্রকাশ করেন এবং এভাবেই প্রান্তিক কৃষকদের ধান কেটে দেওয়ার ঘোষণা অবহ্যত রাখেন।
আর এই ধান কেটে দেওয়ায় অসহায় দারিদ্র্য গরীব প্রান্তিক কৃষক নজরুল ও সামছুউদ্দিন দেশের সার্বিক করোনা মুক্তি সহ এমন কাজে এগিয়ে আসে দেশের উন্নয়ন স্বাধন করার মন্তব্য পেশ করেন।