সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার দায়ে বরিশাল নগরীর লস্কর লেনে রাইট অ্যাকাডেমির ম্যানেজার সুমন রায়কে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় অভিযানে নেতৃত্বে দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ও শিক্ষার্থীদের সুরক্ষায় সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে সরকারি আদেশ অমান্য করে বরিশালে কোচিং সেন্টারগুলো চলছে এমন অভিযোগের ভিত্তিতে নগরীর লস্কর লেনে রাইট অ্যাকাডেমি কোচিং সেন্টারে অভিযান চালানো হয়। উপস্থিত ছাত্রদের সঙ্গে কথা বলে জানা যায়, কোচিং বন্ধ থাকবে কিনা এ বিষয়ে জানতে অভিভাবকগণ ফোন দিলেও কোচিং থেকে তাদের ক্লাসে আসতে বলা হয়।’
এরই পরিপ্রেক্ষিতে সরকারি আদেশ অমান্য করে ছাত্র জমায়েত যা করোনা ভাইরাস ছড়ানোর হুমকিস্বরূপ কাজ করার জন্য দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় রাইট অ্যাকাডেমির ম্যানেজার সুমন রায়কে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।
এরপর লস্কর লেন এলাকার বেশ কয়েকটি কোচিংয়ের অফিস খোলা পাওয়া যাওয়ায় তাদের সতর্ক করে দেওয়া হয়।