আজকে মঙ্গলবার নেত্রকোণা জেলায় মোট ৮জন করোনা রোগী সনাক্ত হয়েছে বলে সিভিল সার্জন অফিস তথ্য নিশ্চিত করেছে।
আজ ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে নেত্রকোণা জেলা থেকে মোট ৩৬ জন মানুষের কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৮ জনের শরীরে কোভিড-১৯ পজেটিভ এসেছে। যার মধ্যে বারহাট্টা উপজেলায় ৭ জন এবং খালিয়াজুরিতে ১ জন এই নিয়ে মোট ০৮ জনের (কোভিড-১৯) সনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
এর আগে সন্ধায় ৬ জন শনাক্ত হয়েছে বলে সিভিল সার্জন অফিস তথ্য দেয় এবং রাত ০৮ টায় আরো নতুন করে ২ জন আক্রান্তের তথ্য পাওয়া যায়। এ নিয়ে আজকেই মোট আক্রান্তের সংখ্যা ০৮ জন। এদের মধ্যে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের দেওপুর গ্রামের ৫ জন এবং একই ইউনিয়নের চানপুর গ্রামের (০১) জন সনাক্ত হয়েছে। আবার নতুন যে ২ জন আক্রান্তের তথ্য নিশ্চিত করেছে তাদের মধ্যে বারহাট্টা উপজেলার আসমা গ্রামের ০১ জন এবং খালিয়াজুরীর উপজেলার জগন্নাথপুর গ্রামের ১ জন।
সনাক্তকৃতদের মধ্যে চারজন মহিলা ও চারজন পুরুষ। সনাক্তকৃতদের বয়স মহিলাদের যথাক্রমে ২৫, ৩৬, ১৮, ৩০ ও পুরুষ ৩০, ৪৮,২৫,৯০। এরা সবাই গার্মেন্টস কর্মী । নারায়নগঞ্জ থেকে ৪ তারিখে তারা এই করোনা ভাইরাস নিয়ে বাড়ীতে আসে। ১০ দিন পর আজ তাদের করোনা ধরা পরে।
এ নিয়ে আজ পর্যন্ত নেত্রকোনা জেলায় মোট ১৩ জন সনাক্ত হয়েছে।