গতকাল ৮ ই মার্চ সন্ধ্যা ৭ টায় নেত্রকোনা পাবলিক হলে অনুষ্ঠিত হয় নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা ২০১৮ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান (খসরু)। সন্ধ্যা সাতটায় শুরু হয় মেহমানদের আসন গ্রহণ। পরে একে একে মোট পাঁচজন গুণীজনকে প্রদান করা হয় সম্মাননা পুরস্কার।তাদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
পরে তার বক্তব্য প্রদান করেন।তিনি বক্তব্যে বাংলার ঐতিহ্যবাহী শিল্পকলার কথা তুলে ধরেন। এছাড়াও শিল্পকলায় নারীদের অবদান সম্পর্কে বলেন। এরপর নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের নাচ গানের মধ্যে অনুষ্ঠান শেষ করা হয়।