দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিতর্ক বিষয়ক সংগঠন নৈয়ায়িক। আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের সংগঠন মেলায় নৈয়ায়িকের স্টলে ৪০ জন শিক্ষার্থীর মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ পূর্ববর্তী বক্তব্যে নৈয়ায়িকের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম বলেন, বিতর্ক চর্চার পাশাপাশি নৈয়ায়িক বিভিন্ন ধরণের সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। তারই অংশ হিসেবে নৈয়ায়িক শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা সামগ্রী বিতরণ করছে। নৈয়াকির এ ধরণের কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।
খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণ কমল রায় বলেন, নৈয়ায়িক আমার স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করায় আমি তাদের প্রতি ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস নৈয়ায়িক একদিন দেশসেরা বিতর্ক দল হবে।
নৈয়ায়িকের সভাপতি মো. মতিউর রহমান বলেন, শিক্ষার্থীদের সহযোগিতা করতে পেরে নৈয়ায়িক সত্যিই গর্বিত। আগামীতেও আমরা এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবো।
অনুষ্ঠানে বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ, নৈয়ায়িকের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।