অবশেষে নোয়াখালী আবদুল মালেক উকিল সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ল্যাবরটরিতে আজ থেকে শুরু হচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস টেস্ট। প্রতিদিন পরীক্ষা করা হবে ৯৬ জনের নমুনা।
তবে প্রথম পর্যায়ে এ ল্যাবে সীমিত আকারে পরীক্ষা করা হবে। নোয়াখালী ছাড়াও পাশের লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার লোকজনের নমুনা এখানে পরীক্ষা করা হবে। এতে করে নমুনা পরীক্ষার দীর্ঘসূত্রতার অবসান হবে বলে আসা করা যাচ্ছে।
মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুস সালাম জানান, করোনাভাইরাসের লক্ষণ থাকা ব্যক্তির শরীর থেকে রক্ত ও নমুনা সংগ্রহ করে এ ল্যাবে টেস্ট করা হবে। এ ক্ষেত্রে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির অনুমোদন লাগবে। কমিটির সভাপতি জেলা প্রশাসক তন্ময় দাস ও সদস্য সচিব সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।
তবে সরাসরি কেউ এ ল্যাবে এসে পরীক্ষার সুযোগ পাবেন না। সংশ্লিষ্ট জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা সংগ্রহ করে করোনা টেস্ট করানো যাবে।